বেয়ারিং ডাকে তোমার দেয়া চরম পত্রের নীল
খামটা হাতে পেলাম কাল।
সেই চিরচেনা হস্তাক্ষর,পড়লাম....
" তোমার সাথে সম্পর্ক চালিয়ে যাওয়া আমার
পক্ষে সম্ভব নয়, ক্ষমা করো"।
অপ্রত্যাশিত হলেও বাস্তব,
অথচ আজ আমি খুব স্বাভাবিক।
জিহ্বার আড়ষ্টতা নেই,নেই কোন ভয় বা সংকোচ।
চোখের পাড়ায় বর্ষা নামেনি আজ অথবা মনের
আকাশে কোথাও জমেনি ইট ভাটার ধোঁয়ার কুণ্ডলী।
শুধু বিদ্যুৎতাড়িত হৃদয়ের এক চিলতে কার্নিসে
খেলা করছিল চিড়িয়াখানা, পার্ক,নদীর ঘাট আর
রেস্তোরাঁয় ঘটে যাওয়া ঘটনার সবিশেষ খণ্ড চিত্র।
তোমার স্পর্শের অঙ্গগুলো মৌন মিছিলে
আজ বড়ই প্রাতিবাদী হয়ে উঠেছে।
অফ হোয়াইট শার্টের কলার থেকে আজও
মুছে যায়নি তোমার লিপস্টিকের লাল দাগ।


হিসেব মিলেনা কিছুতেই.....
কেন এখন তোমার হাতে একাধিক এন্ড্রয়েডে?
কেন পুষতে হয় গোপন সিমকার্ড?
এখন প্রায়শই তোমার নম্বর বিজি পাই কেন?
আমার কল কেটে তুমি কাকে রিসিভ কর নন্দিতা?
কেন তোমার রাখতে হবে একাধিক এফ বি আইডি?
হাসি আদর আহ্লাদে আমি আমার তোমাকে
খুঁজে পাই না কেন?
ইদানিং কিসের এত ব্যস্ততা তোমার,বলতে পারো?


নন্দিতা;
জল ভাঙা পোয়াতিয় অপ্রস্ফুটিত শুষ্ক  জরায়ুর
মুখে আটকে থাকা নবজাতকের কান্না
শুনেছ কখনও?
কখনও কি শুনেছ সেই সম্ভবা মায়ের নিরাপদে
সন্তান ভূমিষ্ঠ করার সকরুণ আর্তচিৎকার?
আমি ব্যর্থ হলাম প্রাণান্ত প্রচেষ্টায়।
তোমার  জঠরে তিল তিল করে বেড়ে উঠছিল
আমার ভালোবাসার যে সুপ্ত ভ্রূণ,
গর্ভপাত করালে স্বেচ্ছায়।
আজ এতটা বছর পর তার মরা মুখ দেখলাম.....
-------------+++++++------------



.y