একটা  ছিল  উদার  আকাশ
      করতো সুরুজ খেলা,
একটা চাঁদের নীল জোছনায়
      বসতো তারার মেলা।


থাকতো সেথায়  দুধেল সাদা
       অনেক   ছায়াপথ,
মেঘের   ডানায়   টগবগিয়ে
       ছুটতো আমার রথ।


জোনাকবাতি, ঝিঁঝিঁর সানাই
      থাকতো যখন থেমে,
আকাশ  থেকে  চাঁদটা  তখন
      আসতো ধরায় নেমে।


মায়াবী তার নীল জোছনায়
        গতর  দিতো  ধুয়ে,
গোলাপ ঠোঁটের আবেশ দিয়ে
      থাকতো ললাট ছুঁয়ে।


হঠাৎ  আমার  শান্ত  আকাশ
      ঢাকলো  কালো মেঘে,
ভাঙলো আমার সুখের আবাস
       প্রবল  ঝড়ো বেগে।


নিভলো আমার সুখের প্রদীপ
       হারিয়ে  গেল  চাঁদ,
একজীবনের  চন্দ্র বিলাস
       এখন  মরণ  ফাঁদ।
      -----++++-----