ডাকাতিয়া চোখ
     - ইয়ামিন বসুনিয়া
*******************
কী মায়ার দৃষ্টি
অপরূপ   সৃষ্টি
দেখলেই হয়ে যাই চুপ।
দিনরাত প্রতি ক্ষণে
আমি শুধু মনেমনে
তোর চোখে দিয়ে যাই ডুব।


বুকটাতে শুধু হানে
জানিনা তো খোদা জানে,
তোর চোখে কেন এতো মায়া।
থেমে থাকা জলে ঢিল
মন হয়ে গাঙচিল
উড়ে শুধু, নিচে পড়ে ছায়া।


মিছে নয় এক তিল
চোখ যেন জোড়া ঝিল
তোর চোখে ফোটে লাল পদ্ম।
মধুমক্ষিকা হেন
আবেশিত আমি যেন
সারারাত  লিখি  যাই  গদ্য।


সব থেকে বড় গুণ
তোর চোখ করে খুন
চোখ নয়, যেন দাগী দস্যু।
এ চাওয়ার নেই ছুটি
ডুবে গিয়ে ভেসে উঠি
মরে বাঁচি, আজ,কাল পরশু।