দায়িত্ব
                      -ইয়ামিন বসুনিয়া
*****************************আজ যেন নিজেকে হিলিয়ামের চেয়েও হালকা মনে
হচ্ছে আমার।
কারণ?
কেউ একজন আজ আমার দায়িত্ব নিয়েছে,আমার ভালো
থাকার দায়িত্ব।
সে আর কখনো আমাকে খারাপ থাকতে দেবেনা।
তাকে রাগালেও না,বকা দিলেও না,এমনকি ভুল বুঝলেও না।
একটা একরোখা মানুষ বাবা,জেদ আর রাগ সমানে সমান।
সব প্রশ্নই তার কাছে অবান্তর।
সোজা সাপ্টা জবাব-কি,কোথায়,কেন, কোন কিছুরই
জবাব দিতে পারবো না।
আমি তাকে বললাম,নির্লোভ ভালোবাসার মাঝে
জাবাবদিহিতা থাকতে হয়,
থাকতে হয় নিঃস্বার্থ দায়িত্ববোধ।
দায়িত্ববোধহীন ভালোবাসা-ভালোবাসা নয়,স্বেচ্ছাচারিতা।
বিধাতা যেন সপ্তাকাশ থেকে তার বোধের সকল দুয়ার
উন্মুক্ত করে দিলেন।
পাগলীটা এতোদিনে বুঝলো সে'ই আমার ভালো বা
খারাপ থাকার একমাত্র নিয়ামক ও নিয়ন্ত্রক।
সে চারু পায়ে আমার সমুখে এলো,বসে থাকা আমার
সামনে দাঁড়ালো, দু'হাতে আমার চিবুক তালুবন্দি করলো
তারপর কিছু বুঝে ওঠার আগেই কপালে এঁকে দিল গাঢ়
একটা গভীর চুম্বন।
আমার শিরা,উপশিরা, ধমনীতে যেন প্রবল বিদ্যুৎ একটা
ধামাকা দিয়ে গেল।
সে নিবিড় মমতায় আমার চুলে বিলি কাটতে কাটতে
ফিসফিস করে বলল,
জানু,"এইযে তোমার মাথার কসম,আজ থেকে আমি
তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম"।।
--------------+++++++++++-----------