লিখতে গেলেই হাত কাঁপে কেন
       দেশপ্রেম শিরোনামে,
কত  প্রমিকের  দেশপ্রেম  দেখি
       কত রূপে ধরাধামে।


কত কোটিপতি দেশের সেবক
       দিয়ে চলে কর ফাঁকি,
দিবানিশি  করে  মুদ্রা  পাচার
     সে খোঁজ কখনো রাখি?


শতকোটি  টাকা ঋণ নিয়ে পরে
      ব্যাংক করে দেউলিয়া,
দেশপ্রেমিকের  তকমা  লাগিয়ে
      নিজে সাজে আউলিয়া।


সেবার  আদলে ঠিকাদার  দেয়
         রডের বদলে বাঁশ,
ক্ষমতার  জোড়ে  কব্জা  করেন
       যত জমি আছে খাস।


ভিনদেশী ভাষা, ভিনদেশী সাজ
        ভিনদেশে "হানিমুন "
আধুনিকতায়  দেশপ্রেম  যত
        নিজহাতে করি খুন।


যে মজুর  পিতার  রক্তের দামে
        দেখ ফসলের হাসি,
পার  যদি  কভু  তাঁর  পদচুমি
       দেশপ্রেম শেখ আসি।


তাই বলি এসো  রূপ- লীলাভূমি
        দেশটাকে বলি "মা",
ভালোবেসে তারে বুক পেতে দেব
         যদি কেহ মারে ঘা।
       ---------------