হেমন্ত   এলো  ওই
    মাঠ ভরা ধান,
কৃষকের  মুখে  মুখে
   ভাটিয়ালি গান।


মাঠময়   রোদ   শুধু
   কোথা নেই ছায়া,
পাকাধানে মিশে আছে
     প্রকৃতির মায়া।


আনন্দে   চাষী   ভাই
    পাকা ধান কাটে,
কাটা শেষে আঁটি বাঁধে
   ফেলে রাখে মাঠে।


কৃষাণীও   মহা   খুশি
   কাজ আর কাজ,
উঠানে  শুকাতে  ধান
     হয়ে যায় সাঁঝ।


বাতাসে   উড়ায়   ধান
    হাতে নিয়ে কুলা,
হাওয়া দিয়ে সাফ করে
     খড়কুটো ধুলা।


সোনা ধানে ভরে গেল
     কৃষকের গোলা,
কেটে   গেল   অনটন
    সুখ দিল দোলা।
    -----------