ধর্ষিত মানবতা
       - ইয়ামিন বসুনিয়া
*************************
মানবের মানবতা খেলো কোন কুকুরে,
রক্তের  দোষ  কভু যায়  নাতো মুগুরে।
             অবয়বে  সুন্দর;
         .  কলুষিত অন্দর ;
দুই  পাটি  বিষদাঁত  ঠিক  যেন  হায়েনা,
সমাজের সাথে তারা কোনভাবে যায় না।


পশুদের সাজঘরে  রোজ রাড়ে ধর্ষণ,
উর্বর   ক্ষেতে   চলে  অপরাধ  কর্ষণ।
             ধর্ষিতা মারা যাক;
              প্রশাসন   নির্বাক;
কোথা যাবে মা-বোনেরা নেই নিরাপত্তা,
বড়রা তো আছে বেশ, বেঁচে দিয়ে স্বত্ত্বা।


শেষ করে দিলো দেশ বেজন্মা জারজে,
হয় নাতো কোন কাজ অনুনয় আরজে।
              লজ্জিত পৌরুষ;
              অপরাধী  ঔরস;
সহোদর  ছাড়া পায়, আরও পায় মমতা,
স্বার্থের  এ  সমাজে   কবে   হবে  সমতা?