বিধাতা তোমার হাজার শোকর, করোনা দিয়েছো বলে,
নয়তো পৃথিবী পাপের তরীতে  যাচ্ছিলো  রসাতলে।
বিধর্মীরা রসুল (সাঃ) মানেনি, মানেনি তোমাকে রব,
ভেবেছিল তারা ক্ষমতার আঁধার, তাদের হাতেই সব।


তোমার  ভূতলে  তাদের পতাকা, তাদেরই জয়গীত,
তাইতো পাঠালে না দেখা সৈন্য নাড়াতে তাদের ভীত।
জ্ঞানে গরিমায় দাম্ভিক জাতি  উঠেছিল  আসমানে,
নামালে  তাদেরে  ধূলির ধরায় নিপুণ হ্যাঁচকা টানে।


বন্ধ যেখানে সালাত-শাওম, কোরানের  তেলাওয়াত,
অপরাধ ছিলো আজানের ধ্বনি, মসজিদে যাতায়াত।
মু'মিনের  উপর  চলেছে  জুলুম  বিকৃত  হিংসা  রাগে,
আজ কেন তবে মসজিদে যাও মু'মিনের আগে আগে?


"করোনা" যখন বুকে চেপে আছে জেগেছে মরণ ভয়,
বন্ধ  হয়েছে  জুয়ার  আসর,  হোটেল  পতিতালয়,
খালি পড়ে আছে সুরার পেয়ালা নাচে না নগ্ন নারী,
ধর্ম  বর্ণ  সীমারেখা  ভুলি  হুলিয়া  হয়েছে   জারি।


অবৈধ সব  আড্ডা ছেড়েছে,  শিকল বেঁধেছে পায়ে,
বেহায়াপনার পোশাক ছেড়েছে হিজাব নিয়েছে গায়ে।
জানের মায়ায় মগ্ন সবাই, ইবাদতে কাটে রাত,
গরিবের তরে আজকে সবাই বাড়িয়ে দিয়েছে হাত।


পুনঃপুনঃ সবে মুখ- হাত ধুয়ে, পবিত্র মনোরথে,
অবশেষে দেখো হাঁটছে সবাই নবী'র দেখানো পথে।
ইসলাম হলো মনোনীত দ্বীন, এর থেকে কিছু নাই,
জ্ঞানে বিজ্ঞানে ইসলাম সেরা, প্রমাণ হয়েছে তাই।


কোথা গেলো আজ দম্ভ তোমার, ধূলায় মিশেছে সব,
মহাবিশ্বের  ক্ষমতায়   যিনি, তিনি  সে  মহান  রব।
ফিরে এসো তাই শান্তির দ্বীনে জাতির গরিমা ভুলি,
পঙ্কিলতার  মহামারী  যতো, আল্লাহ  নেবেন  তুলি।
--------------+++++++------------