ইচ্ছে  করে  শহর  ছেড়ে
গাঁয়ের বাড়ি যাই,
সুইমিংপুল, ঝরনা রেখে
নদের জলে নাই।


ডুবসাতারে ধরবো সেথায়
টেংরা পুঁটি কৈ,
বনভোজনে রাঁধবে সে মাছ
ছোট্ট বেলার সই।


দাদির সাথে বেজায় খাবো
বাড়ির গাছের পান,
শীতের রাতে শুনবো জেগে
গুনাই বিবির গান।


মাদুর পেতে ঘুমিয়ে যাবো
বিশাল বটের ছায়,
গরম দিনে গা জুড়াবো
হিমেল দখিন বায়।


ইচ্ছে করে মাড়িয়ে যাবো
দিঘল ধানের মাঠ,
খোরমা খাবো বসবে যখন
বাড়ির পাশের হাট।


হারিয়ে গেলো অনেক সুখের
যৌথ  পরিবার,
সম্প্রীতিরই  দিনগুলি  কি
আসবে ফিরে আর?


শুদ্ধ  প্রীতির  মানুষগুলো
কোথায় গেলো ভাই?
সোনায় মোড়া ছোট্ট বেলার
দিনগুলি আর নাই।


ভাল্লাগে না  নকল  শহর
লোকদেখানো সুখ,
আজকে বেজায় পড়ছে মনে
পল্লী  মায়ের  মুখ।