বুকের বাঁকা হাড়টা নিয়ে
থাকিস কোথায় সোনা পাখি?
তুই বিহনে জগৎ মিছে
কী লাভ হবে জীবন রাখি?


আয়না ফিরে হৃদয় তীরে
বুকটা আছে তেমনি রাখা,
তোর জমিনে তোকেই মানায়
তুই ছাড়া সব ধূ ধূ ফাঁকা।


বাদলা দিনে পলিথিনে
যেমন করে মাথা ঢাকি,
হৃদয় কোনে খুব যতনে
তেমনি যে তোর মুখটা রাখি।


মোর হৃদয়ের এক পা দূরে
পা বাড়ালেই কাঁপন ধরে,
জানিস বুঝিস তবু কেন
ভোগাস আমায় এমন করে?


আর কখনো যাসনা যেন
মিথ্যে প্রেমের উজান টানে,
দিলাম তোকে জীবন লিখে
দিস ভাসিয়ে সুখের বানে।।
------++++++--------