সঞ্চিতা!
রিক্ত এ বুকে ফিরে এসো ফের।
দেখ তোমার জন্য আজও খোলা রেখেছি দখিন দুয়ার।
তোমার জন্য আজও প্রশস্ত আমার বুভুক্ষ বাহুদ্বয়।


শুক্লা পক্ষের চতুর্দশ তিথির পূর্ণিমা চাঁদ হয়ে এসো।
ছড়িও স্নিগ্ধতা তোমার ওগো মায়াময়,
চলো স্নানে মাতি ফের,সেই অবারিত জোছনায়।


নয়তো শরতের কোন স্বপ্নীল রাতে হিমেল হাওয়া হয়ে এসো।
আমি সারারাত জেগে রবো।
শিশির সিক্ত শেফালি কুড়োবো,বেঁধে দেব আঁচলে তোমার।
তবু পাশে থেকো মায়াবতী, প্রেমময় প্রেয়সী আমার।


যদি তাও না পারো,
তবে ভরা কোটালে কোন জোয়ারের দিনে এসো।
দু'হাতে জড়াবো তোমায়।
ভেসে যাক কূল,ভাসিও আমায় তোমার মায়ার বানে,
এসো অনুপমা ভাসাও আবার পুরোনো প্রেমের টানে।


না হোক তবুও,
কোন আকালের দিনে এসো,তুমুল আকালে।
এসো দুর্ভিক্ষের দুর্দিনে।
না হোক অট্টালিকা, ভাঙা কুঁড়ে ঘরে,
ফিরে এসো প্রিয়, এসো কোন অবসরে।
এসে দেখে যাও, আছি কতটা মর্ম পীড়ায়,
মিশে আছ তুমি গোচর- অগোচরে, রক্তে রন্ধ্রে শিরায়।
এসো ফাগুনের দিনে, এসো আগুনের দিনে,
এসো রাত জাগা কোন রাতে।
না জোটে যদিও রাজ ভোগ তবু খাব নয় নুনে ভাতে!


সঞ্চিতা;
অভিমানি প্রিয়া, ফিরে এসো নির্ভয়ে,
যেও নাকো আর,এ বুকের বা'র,থেকো মোর সঞ্চয়ে!!
---------------+++++++---------------