তুমি আসবে আমার গাঁয়ে?
সড়ক থেকে খাণিক বায়ে,
সেথায় পাবে মায়ের মায়া
আছে বটের উদার ছায়া।
           পথে দেখবে যেতে যেতে
           নয়ন জুড়ায় ধানের ক্ষেতে,
           পাবে ধবল কাশের বন
           বায়ু বইছে যে শন শন।
আছে শান্ত মায়ার নদী
স্নান করবে এসো যদি,
ঘাটে বাঁধা আমার নাও
গেলে দেখবে যদি যাও।
           বাতাস মাতায় ঝিঁঝিঁর ডাক
           সাঁঝে খেঁকশিয়ালের হাঁক,
          কোকিল ডাকছে তমাল ডালে
          জেলে ধরছে যে মাছ জালে।
নেই ঝগড়া বিবাদ কোন
সবাই ভাইয়ের মত যেন,
তোমায় করবে বরণ মা'য়
এসেই দেখ আমার গাঁয়।
------++++++------