ভাবখানা  তার  মহাকবি          
    জ্ঞান  জগতে  তিনিই  রবি,
          উচ্চে তুলে রাখেন তাহার পুচ্ছ।
জ্ঞানের ভারে চলেন ধীরে    
     ঢোকেন না তাই লোকের ভিড়ে
           তাহার কাছে সবাই যেন তুচ্ছ।


নাম শিখেছেন গদ্য, যমক        
     কথার প্যাঁচে দেখান চমক
          আরো জানেন সনেট পয়ার পদ্য,
কথায়  কথায়  মাত্রা  যতি        
      জানার চেয়ে  দেখান অতি
            ভাষায় যেন ডিগ্রি নিলেন সদ্য।


আপনি হলেন হদ্দ বোকা        
     বিদ্যা সদাই দিচ্ছে ধোকা
         হামবড়া ভাব ছাড়তে হবে গুণী।
খোলসে পুঁটি লাফায় বেশি
     কারেন্টজালে লাগায় ফাঁসি
           দাদির মুখে এমন কথাই শুনি।


আপনি শুধু সঠিক লেখেন
      কুয়ার মাঝে আকাশ দেখেন
           ভাবটা যেন জয় করেছেন বিশ্ব।
সত্যজ্ঞাণী প্রাচার  বিমুখ
     গুটিয়ে  থাকে যেমন শামুক
           তাঁদের কাছে আপনি বড়ই নিঃস্ব।
             --------++++++-------