প্রতিবারই তোর দুয়ারে হোঁচট খেয়ে পড়ব কেন?
আমার বুঝি আর কেহ নেই, সকল দুয়ার বন্ধ যেন?
হয়তো ভাবিস ঘাটের মরা, ছন্নছাড়া ;
দিস তাড়িয়ে যতই দূরে,
তিন প্রহরের কাল গড়িয়ে, পরের ক্ষেতের মোষ তাড়িয়ে,
তোর উঠোনেই আসব ঘুরে, যেথায় থাকিস!
কোন কারণে ভাবিস এমন, বলতে পারিস?
দেখ তাকিয়ে একটুখানি, কি নেই আমার?
তবে কেন ভাবিস আমায় খুব যাযাবর, কোন কারণে?


একটা উদার আকাশ আছে, না হয় সেটা বেজায় কালো,
ফুল-ফাগুনে গায় না কোকিল, পূর্ণিমা চাঁদ দেয় না আলো।
জন্মান্ধ একটা নদী ছুটছে কেবল নিরবধি, নিরুদ্দেশে;
অবাধ্য এক সাগর বুকে,বেজায় তুফান;
ডুবায়-ভাসায় জলোচ্ছ্বাসে।
জীবন্ত এক আগ্নেয়গিরি
খুব যতনে লালন করি বুকের মাঝে, ব্যস্ত সদা, উদ্গিরণে।
এই যে আমি, বেশ তো আছি; আর কাঁদিনা তোর স্মরণে।
কাজ করে না স্নায়ুগুলো,
অনুভূতির রুদ্ধ দুয়ার, যেমন বুঝাস তাতেই রাজি,
ধরে নিলাম হেরেই গেছি, এক জীবনের জুয়ার বাজি।
----------------++++++++--------------