আসবো, আসবো প্রিয়...
যদি এ যাত্রায় বেঁচে যাই তবে;
তবে উদাস ফাগুনের ডাহুক ডাকা রাতে,
কোন এক নির্জন নিসর্গে...
নিভৃতে, চুপিসারে।
যেখানে থাকবো শুধু আমরা দু'জন...
দূরে রেখে যান্ত্রিক জীবনের সব কোলাহল।
যখন শুনশান রাত্রির প্রসস্থ উরুতে মাথা
রেখে সুখঅভিসারে নিমগ্ন থাকবে তৃতীয়া
তিথির প্রেমময় চাঁদ।
যখন দখিনা সমিরে নির্বিঘ্নে আঁচল উড়াবে
রাতচোরা পাখি।
নির্জন সে রাতে হৃদয়ে রাখবো হৃদয়,
হাতে হাত আর আঙুলের ফাঁকে গেঁথে দেবো
ক্রোধান্বিত সবক'টি আঙুল।
যুদ্ধ হবে, তুমুল যুদ্ধ।
সে দিন কোন আদম সন্তান নয়,
হয়তো সেদিন অক্টোপাস হবো।
আষ্টেপৃষ্ঠে লেপ্টে থাকবো তোমার
রক্তে রন্ধ্রে শিরায়।
কড়ায়গণ্ডায় ভাগ করে নেবো উন্মাতাল
চাহিদার সবটুকু জৈবিক উষ্ণতা।


নির্জলা মেঘ থাকবে সে রাতে আমাদের
নীরব দর্শক।
স্বাক্ষী থাকবে শুধু নৈসর্গিক উদারতা
আর উদয় ও অস্তাচল।
কথা দিলাম প্রিয়,
যদি এ যাত্রায় বেঁচে যাই তবে জোছনা স্নানের
সেই অভিসারে অধর ভাসাতে নিশ্চয়ই আসবো।
মাথা গুঁজতে আসবো তোমার বিশ্বাসী বুকে।
পিনপতন নীরবতায় শুনতে আসবো তোমার
নিশ্বাসের আবেগী আবেদন....
যদি এ যাত্রায় বেঁচে যাই,
তবে...
-------+++++------