তোমার আয়তনেত্রের  ক্ষেত্রফল মেপে
দেখার ধৃষ্টতা করিনি কখোনও।
অবাধ্যতায় কখনও পেড়িয়ে যাইনি  তোমার
নীলাভ চোখের মায়াবী চৌকাঠ।


নীলা; নীলাম্বরী আমার.....
ওই একজোড়া চোখের অতল অন্দরে
কীকরে লুকিয়ে রাখো পৃথিবীর তাবৎ আকর্ষণ?
আহ্নিক ও বার্ষিকগতি , জোয়ারভাটা,
চৌম্বকত্ব এমনকি মধ্যাকার্ষণ শক্তিও যেন
অবলীলায় নিষ্ক্রিয় হয়ে যায় তোমার দৃষ্টির
ঐশ্বরিক আকর্ষণে।


ঝড়ের তাণ্ডব শান্ত হবার পরে নিজেকে
আবিষ্কার করেছিলাম তোমার উর্বর উপকূলে।
বিদ্ধস্ত জাহাজের পাটাতন ধরে ভাসতে ভাসতে
কখন যে প্রবেশ করেছি তোমার কাজল
বেষ্টিত জলসীমার এতোটা অভ্যন্তরে,
বলতে পারবো না, কসম.....!


তোমার স্বরিৎচক্ষুর পরিত্যক্ত ঝুলবারান্দাটুকুই
এখন আমার একমাত্র আশ্রয়স্থল।
আমাকে তোমার ভূখণ্ডে  দস্তাবেজহীন এক
অবৈধ অভিবাসীও বলতে পারো,
তবুও প্রত্যহ তোমার পললায়ীত প্রেমময়ভূমে
মুঠো-মুঠো স্বপ্ন বুনি নিবিড় মমতায়।
শারদীয় প্রতিটি প্রভাতে নিজেকে নতুন রূপে
আবিষ্কার করি তোমার ডাকাতিয়া
চোখের শৈল্পিক ব্যঞ্জনায়.......
--------++++++--------