ওই   বর্ষা   এলো   বুঝি
পাশে তোমায় কেন খুঁজি?
বলার অনেক কথা  ছিল,
সবই করলে এলোমেলো।
দেখো আকাশ সাজে মেঘে
বাতাস  বইছে ঝড়ো বেগে।
আজ  মন  ভরে  না  সুখে
পাথর জমাট  বাঁধা বুকে।
সখি  তোমার  পরশহীনে,
এই  কদম ফোটার দিনে।


বুকে  অনেক কথার ঢেউ,
জানি শুনবে না তো কেউ।
সেথায় একটা গরল নদী,
কেবল  বইছে  নিরবধি।
বিষমাখা    সেই    জলে,
আমায় জ্বালায় পলেপলে।
এর  হয় কি কোন মানে?
কেন  মরণমায়ায়  টানে?
শুধু  একটা  মানুষ  বিনে,
এই  কদম ফোটার দিনে।
------+++++------