শিশুতোষ ছড়া- ৮
**********
কাকটা হলো ভীষণ একা
     দুঃখের  সীমা নাই,
সবাই হলো কাকের কাকা
     নেই তো বাবা-ভাই।


কাকপাখিটা  ছোট্ট বেলায়
    হারিয়েছে তার মাকে,
তাই তো কোন  বিপদ এলে
     কাকা বলেই ডাকে।


গোসত  এনে   সবার  ভয়ে
    রাখবে সে চোখ বুঁজে,
একটু  পরেই  লাগলে  ক্ষুধা
    পায়না তো আর খুঁজে।


দুঃখে  রাগে  কাকটা  বলে
        হায়রে  মরিমরি,
অতি চালাক সাজতে  গিয়ে
      পড়লো গলায় দড়ি।
      -----++++----