সোনাই আমার লক্ষ্মী সোনা
মেয়েটা দুষ্টু  ভারি,
বউটি সেজে কালকে সোনাই
যাবে শ্বশুর বাড়ি।
বর আসবে পালকি চড়ে
ছাতনা তলা দিয়ে,
কাল সোনাইয়ের বিয়ে।


টোপড় মাথায় আসবে সেজে
রাজপুত্তুর বর,
দেখবে গেলে শ্বশুর বাড়ি
প্রাসাদ সমান ঘর।
রাণীর হালে থাকবে সোনাই
কাজ করবে ঝি'য়ে
কাল সোনাইয়ের বিয়ে।


পিড়ির 'পরে সোনাই সোনা
আসবে হেলে-দুলে,
বরকে পেয়ে মা-মামাকে
যাসনে যেন ভুলে।
হাজার রকম স্বপ্ন মোদের
সোনাই মাকে নিয়ে,
কাল সোনাইয়ের বিয়ে।


পান পাতাতে ঢাকবে দু'চোখ
শুভ দৃষ্টির আগে,
লক্ষ্মীটাকে জামাইবাবু
দেখবে অনুরাগে।
সোনাইটাকে করবে আপন
গলায় মালা দিয়ে,
কাল সোনাইয়ের বিয়ে।


হরেক রকম জ্বলবে বাতি
বিশাল আয়োজনে,
রাতটা হবে অনেক মজার
মন মাতানো গানে,
নেমন্তন্ন থাকলো সবার
দেখবে সেথায় গিয়ে,
কাল সোনাইয়ের বিয়ে।
-----+++++------