সিংহ   মশাই  সিংহ  মশাই
     তোমার এ কি হাল?
দু'দিন আগেও তোমার কথায়
       ছিল অনেক ঝাল।
      
তোমার গলার হুংকারে সব
       থাকতো  জড়সড়,
এক  ধমকেই  বনের  পশু
        কাঁপতো  থরথর।


তোমার  কথার বাইরে যেতে
        সাধ্য  ছিল  কার?
এক  নিমিষেই   ঘাড়টা  ধরে
        মটকে  দিতে  তার।


কোথায় গেল কেশোর তোমার
       কোথায় পেশির বল?
চামটাবাঁদুর  তোমার  মাথায়
       ত্যাগ  করেছে  মল।


আজকে তোমার  করুণ দশা
        যেই  ক্ষমতা  শেষ,
লেংটিইঁদুর   ছিনিয়ে   নিল
      তোমার রাজার বেশ?


তাই  বলে  যাই  সিংহ  মামা
       খুব  বেড়োনা বাড়,
মহাকালের   হিসেব   থেকে
      কেউ পাবে না ছাড়।
     -----+++++-----