তুমি আসবে না ফিরে বলে;
কৃষ্ণচুড়ারা হারিয়েছে শোভা মরিচা ধরেছে রঙে,
রক্তপলাশ ফোটেনি তো আজ তেমন মায়াবী ঢঙে।
সন্ধ্যামালতি ফোটে নি তো হায় সন্ধ্যাতারার সাথে,
পূর্ণিমাচাঁদ ঘুটঘুটে কালো আজ এ মাধবী রাতে।
শরৎ আকাশে যতো তারা ছিল ঝরে গেল দলে দলে,
আমার ভাঙা কুটিরের দ্বারে আসবে না ফিরে বলে।


তুমি আসবে না ফিরে বলে;
আহ্নিকগতি থেমে গেছে আজ ঘোরেনি দিবস রাতি,
এই অভাগার পতিত কুটিরে জ্বলেনি সন্ধ্যাবাতি।
সাগরে ছিল না জোয়ারভাটা  ঢেউহীন ছিল নদী,
হৃদয়ের পাড়  ভাঙে  অবিরত  বিশ্বাস  করো  যদি।
এসেছিল যতো ভ্রমর কাননে ফিরে গেছে সব চলে।
আমার ভাঙা কুটিরের দ্বারে আসবে না ফিরে বলে।


তুমি আসবে না ফিরে বলে;
মনোমন্দিরে আসীন করেছি পূজা দিয়ে প্রেমগীতে,
তবুও তোমার যোগ্য আসন পারনি তো কভু দিতে।
নিখাদ প্রেমের উথাল সাগরে হয়ে আছ ডুবচর।
ছলাকলা আর অবহেলা দিয়ে আমাকে করেছ পর।
তোমার ঘৃণার বিশাল পাহাড় পড়েনি তো আজো গলে,
আমার ভাঙা কুটিরের দ্বারে আসবে না ফিরে বলে।
-------+++++++-------