যদি চলে যাই
তোমাদের ছেড়ে,
দূর থেকে দূরে, আরও বহু দূরে,
যেথা গেলে কেউ আসে নাকো ফিরে।
যেখানে আঁধার, ঘোর অমানিশা
অতলেরও তলে নাই কোন দিশা,
যেখানে স্বজন নাই,
সেদিনে আমার অপরাধ ভুলে
ক্ষমাকরো প্রিয় ভাই.......


যদি চলে যাই,
না ফেরার দেশে,
এমন ক্রান্তিকালে যদি অবশেষে।
কষ্ট দিয়েছি অজ্ঞাতে কতো,
কতো স্মৃতি মনে জাগে অবিরত।
ক্ষমা চেয়ে নেবো সাক্ষাত হলে
ফুরসতটুকু নাহি যদি মিলে,
বন্ধুত্বের দাবী, ভুলে যেও সবই,
বলে যাই বারেবারে,
ক্ষমা করো চিরতরে......


যদি চলে যাই,
একেবারেই একা,
এ জনমে আর হবে না তো দেখা।
না যদি গো আসে আর সেই দিন
তোমার কাছে মোর বেহিসেবী ঋণ।
কতো অভিমান কতো খুনসুটি,
ধরা হবে নাকো প্রিয় হাত দুটি।
জীবন সায়াহ্নে আজ
বৈরী বাতাস বয়,
বুক কাঁপে দুরুদুরু,
কেন যেনো লাগে ভয়।
অপরাধ আমার রেখো না হৃদয়ে জমা,
ক্ষমা করো প্রিয়তমা.......