নষ্ট হওয়া প্রহরগুলোর কষ্ট মাখা আবির নিয়ে,
পা বাড়ালাম নিরুদ্দেশে।
কেউ বোঝে না, কেউ খোঁজে না-এমন পরুষ,
মরলে বা কার কি যায় আসে!
বুক পাঁজরের খুব গহিনে জ্বলন্ত এক আগ্নেয়গিরি,
বেজায় জ্বলে কেউ দেখে না।
বরফ গলা স্রোতের তোড়ে একটা নদী ভিতর খোঁড়ে,
তার খবরও কেউ রাখেনা।
উপত্যকা-বালিয়াড়ি সব দলেছি নাঙ্গা পায়ে,
যে যাই বলুক কি যায় আসে!
রোদের পোড়া-শীতের কামড় সব সয়েছি উদোম গায়ে,
শুধুই তোমায় ভালোবেসে।
আজ নিশীতের তিন প্রহরে পা রেখেছি তোমার দোরে,
দেখতে এলাম কেমন আছো।
পোড়া চোখের সাধ মেটাব,চাঁদ কপালে ঠোঁট ছোঁয়াব,
একটু শুধু ভালোবেসো।
গুমোট বাঁধা নিকষ কালোয় পিদিম  জ্বেলে প্রেমের আলোয়,
বিষমাখা পথ একলা এলাম।
বলতে এলাম মরি-বাঁচি,তোমার আমি তেমনই আছি,
দুই যুগ আগে যেমন ছিলাম।
----------------++++++++++--------------