বুকের বামে জমানো তোমার অবহেলার
বিশাল পাহাড়টা বিন্দু বিন্দু গলেই
আজ সৃষ্টি হয়েছে পূর্ণাঙ্গ খরস্রোতা নদী।
তোমার ষড়রিপুর পাদদেশেই যার
অশুভ উৎপত্তি।
তুমি তাতে নিত্য মেশাও মিথ্যে মমতার
ফোঁটা ফোঁটা  নির্যাস।
তোমাকে করজোড়ে মিনতি করেছি বারংবার।
তাচ্ছিল্যের হাসিতে উড়িয়ে
দিয়েছ আমার আকুতির জোড়া হাত।


নদীটার আজ ভরা যৌবন।
তার ভাঙনমুখর আগ্রাসন এক-এক করে
নিমিষেই গুড়িয়ে দিয়েছে আমার বাস্তুভিটা,
শতবর্ষী স্থাপত্য,
সকল স্থাপনা এমন কি আমার
নির্মল ও পরিচ্ছন্ন প্রেমের গোছানো শহর।


ভাঙন রোধে আমি দীর্ঘদিন দুই
তীরে বাঁধ দিয়েছি একক প্রচেষ্টায়,
আর তুমি দিয়েছ ক্রুর হাসি।
আমি হৃৎপিণ্ডে মায়ার বাঁধন নিয়ে বুক পেতে দিয়েছি
অপ্রতিরোধ্য স্রোতে।
আর তুমি সুকৌশলে বানের জলে আগুন মিশিয়েছ
উপেক্ষার দাবানলে।
আমার দীর্ঘদিনের লালিত সম্পর্কের
শেকড় সমুখেই ছিন্ন হতে দেখেছি আমি।
স্বচক্ষে ভেসে যেতে দেখেছি অবহেলিত প্রেম,
আর আমার অসহায় ভালোবাসা।
আমার পাথর চোখের কান্নার জল মিশে যেতে দেখেছি তোমার বালখিল্য হাসির উন্মাতাল ঢেউয়ের অতল গহ্বরে........
--------++++++-------