কদরের রাত সমাগত মোর বেশি আর দূরে নয়,
হাজার মাসের চেয়েও অধিক পুণ্য  যে রাতে হয়।
গোটা রমজান বরকতে ভরা, বহে রহমত নদী,
ক্ষমার এ সুযোগ লভিয়াছে শুধু উম্মতে মোহাম্মদী।
শেষ দশকের বেজোড় রাতে কদরে তালাশ কর,
উত্তম হতো শেষ দশ দিনে ইতেকাফ যদি পার।
আয়েশা বলেন"হে প্রিয় রসুল,যদি কদর নসিবে জোটে",
কোন কালিমা বেশি বেশি আমি আমল করিব মোটে?
পেয়ারা হাবিব শুধালেন তাঁরে, বলো-পারো তুমি যতদূর,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউ্উন তুহিব্বুল আফওয়া
ফা'ফু আন্নি,  ইয়া গফুরু-ইয়া গফুরু-ইয়া গফুর।
এ রাতে তুমি সালাত,কিয়াম পার কর তিলাওয়াতে,
মনের যতো চাওয়া পাওয়া আছে কেঁদে বলো মোনাজাতে।
প্রথম আসমানে নেমে এসে রব, ডাকিবেন বারে বার,
কে আছ ভুখা, চাহিবে রিজিক,কোথা আছ গোনাহগার?
তওবা কারীর জন্য আজিকে ক্ষমার দুয়ার খোলা,
ওরে হতভাগা রাত হল ভোর মিছে করে অবহেলা।
পাপী তাপী যতো থাকিতে সময়, ক্ষমা চাও মোর দ্বারে,
এ রোজাই তোমার জীবনের তরে শেষ রোজা হতে পারে।
------------------+++++++++++---------------