দেশটা তো ভরে গেছে
লেজ কাটা কুকুরে,
সড়ে না তো ঝাটা দিলে
মরে না তো মুগুরে।


বহুরূপী কুকুরেরা সুযোগের সন্ধানে
অতিশয় সাজে প্রভুভক্ত।
সুযোগটা হাতে পেলে কামড়িয়ে মনিবের
চুষে খায় কলিজার রক্ত।


হিংসুটে ভোগে শুধু মানসিক বিকারে,
চশমাতে ঢাকা চোখ পড়ে থাকে শিকারে।


মাথা মোটা গণ্ডার
বাড়ি দিলে ডান্ডার
হাসি দিয়ে ভুলে থাকে কান্না,
কচু দিলে বলে ভাই
সাথে কিছু মাছ নাই?
দিলে হতো মজাদার রান্না।


দেখে না সে জানোয়ার এক পা যে কবরে,
তবু মিছে লালসায় পড়ে থাকে গোবরে।


সমাজের বুকে বসে হায়েনার বাচ্চারা
চুষে খায় অস্থি ও মজ্জা,
অসভ্য জানোয়ার লেজটাকে উচিয়ে
বের করে রাখে তার লজ্জা।


লালু ভুলু বহু নামে এদেরকে পাওয়া যায়,
হয়তোবা মিশে আছে তোমাদের ডানে বায়।


আর বেশি  কথা নাই
সাবধানে থেকো ভাই
চোখেচোখে রেখো তারে নজরে,
ফের যদি এই করে
লেজটাকে টেনে ধরে
পিছে এক লাথি মেরো সজোরে।