হয় কি মানে      হ্যাঁচকা টানে
        নামাস অনেক দূর
স্বপ্ন  বুনি           সেথায় শুনি
        মোহন বাঁশির সুর।


এমন  কেন        পাগল যেন
       সইছে না কি  তোর,
মায়ার টানে      ভাসাস বানে
       সকাল দুপুর ভোর।


মাতাল ঘোরে     প্রেমের দোরে
       থাকিস  কেন  খাড়া,
পরাস ফাঁসি          চটুল হাসি
        যেমন  ঝর্ণা  ধারা।


এ কোন মায়া       শীতল ছায়া
        তোর ওই মায়া মুখে,
তপ্ত  রোদে           গরল বোধে
        বুকটা  ভরাস  সুখে।


নয়তো সোজা   যায় কি বোঝা
        নীলাভ চোখের ছল,
রাখবো ধরে         কেমন করে
        এই  আমাকে  বল?
        -----++++----