মাগো  তোমার  পবিত্র  মুখ
     ভাসছে শুধু চোখে,
ছুটছি যে তাই বাড়ির পাণে
      কে আমাকে রুখে।


নেইতো  মনে  সেই  কতদিন
     শুই নি তোমার সাথে,
নেই নি বাতাস ভ্যাপসা রাতে
     তোমার মায়ার হাতে।


অসুখ-বিসুখ তোমায় মাগো
        করলো হঠাৎ কাবু,
তোমার অসীম দোয়ার পরশ
       ছোঁয় আমাকে তবু।


কাজের  ফাঁকে  যখন মাগো
       তোমায় মনে পড়ে,
দু'চোখ দিয়ে তখন  আমার
        অশ্রু শুধুই ঝরে।


স্বজন  ছাড়া  এমন  জীবন
       ভাল্লাগেনা আর,
তাইতো  ছুটি  নাড়ির  টানে
      ধরতে গলা মা'র।
------+++++++------