বুবুরে তোর হয় কি তুলনা?
মায়ের বদল তুই যে আমার মা।
মুখটা যে তোর দেয় পরানে দোলা,
এক জনমে যায় কি তোকে ভোলা?


হিসি করে ভিজিয়ে দিতাম তোকে,
তুই যে আমায় রাখতি তখন বুকে।
রাগে যখন বকতো আমায় মায়
কোলে নিয়ে যেতি দূরের গাঁয়।


শীতের রাতে উলটে দিতাম চাদর
ঢেকে দিয়ে করতি আমায় আদর।
খুব ঘুমোতাম জড়িয়ে গলা তোর,
অমন করেই রাত যে হত ভোর।


ছুটির দিনে যেতাম মামার বাড়ি,
তুই যে সেথায় পরতি মায়ের শাড়ি।
পড়ে গেলাম ভেঙে আমের ডাল,
মামা এসে তোকেই দিল গাল।


বিয়ে করে বাধলি নিজের ঘর,
একটা সময় আমিও হলাম বর।
দিনগুলো সব কেমনে গেল ঝরে!
সে সব স্মৃতি বড়ই মনে পরে।


চলে যাবি আমায় দিয়ে ফাঁকি?
তোর হাতে যে বান্ধা আমার রাখী!
রক্ত কি রে রক্ত ছেড়ে রয়?
মরণ যেন তোর কোলেতেই হয়।
---------++++++----------