তুমি আমার নির্মোহ প্রেমার্ঘকে অবলীলায় দু'পায়ে দলেছ।
উচ্চাভিলাষ আর দাম্ভিকতায় নিক্ষেপ করেছ ময়লার স্তুপে।
সে সময় পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল তার
সকরুণ আর্তনাদে।
আর তুমি প্রাণপণে ছুটেছিলে ভিনগ্রহের কোন এক
এ্যালিয়নের পিছনে।
আজ তোমার নিক্ষিপ্ত সেই নিশিগন্ধা ময়লার স্তুপে সুগন্ধ ছড়ায়,
আর তুমি হয়েছ চির অভিশপ্ত।


তুমি নপুংসক ক্লিবের অক্ষম বীজ গর্ভে ধারণ করে প্রত্যাশা
কর সমৃদ্ধ ও উজ্জ্বল আগামীর?
জীব মেরে শিবপূজা কশ্মীন কালেও কি সম্ভব বল?


তুমি আজ বন্য কুকুর।
সহবাসে যখন স্বর্গীয় সুখ লুটে সক্ষম প্রাণী  কূল,
তখন তোমার আত্ম চিৎকার শ্রেণি ভেদে লজ্জা
ছড়ায় অথবা নগ্ন উল্লাস।
তুমি ময়ুরের পুচ্ছ দেখে ধর্মান্তরিত হয়েছ চিরসুখী
হবার আজন্ম অভিলাষে।
কিন্তু বিধি বাম,সেখানেও সুখ বঞ্চিত তুমি।
উত্তেজিত প্রেমিকের পেখম ঠুকরিয়ে গর্ভবতী হওয়া যায়,
আলিঙ্গন সুখ নয়।


আর আমি?
বাম পাঁজরের একটা হাড় তোমার দখলে বলে
আজো আমি নিঃসংগ,একাকী।
অনতিদূর হতে উপভোগ করছি তোমার
সুখ বঞ্চিত মোহময় প্রেমলীলা।
----------------+++++++-----------------