হৃৎপিন্ডের রক্তক্ষরণটা বেড়েই চলেছ ইদানিং।
কিছুতেই নিয়ন্ত্রিত হয়না উচ্চ রক্তচাপ।
ক্ষণকাল তোমার সাথে বাক্যবিরতি, মতবিরোধ অথবা তোমার গোমড়া মুখ দর্শন, সবি আমার জন্য বাতুল।
সহ্য হয়না মোটেও।
আমি ভারসাম্যহীন হয়ে পরি।
নাড়ির গতি দ্রুত বৃদ্ধি পায় সামান্য বাতুলতায়।
কর্মবিরতি তখন বাদ্ধতামূলক হয়ে পরে।
বিশুদ্ধ বাতাসের অভাবে হাহাকার করে রোগাক্রান্ত ফুসফুস।
অক্সিজেনও যেন অভিনয় করে কার্বনডাই-অক্সাইডের চরিত্রে।
নিজেকে তখন হিলিয়ামের চেয়েও হালকা মনে হয়।
আমি যেন হয়ে যাই মাধ্যাকর্ষণ সীমায় আটকে পরা অসহায় নভোচারী।


তুমি এক আশ্চর্য দ্রাবক।
যে আমার সমস্ত সত্তাকে দ্রবিভূত করে পরিণত  করেছ এক বিষাক্ত দ্রবণে।
আজ বুকে জমা কষ্টের জীবন্ত আগ্নেয়গিরি থেকে অবিরাম উদগিরিত হয় জীবাণু যুক্ত লাভা।


আমার অনিবার্য মৃত্যু ঠেকাতে মরফিন চাই না,চাই তোমার কোমল হাতের আদুরে স্পর্শ।
যা কি'না শান্ত করবে আমার অশান্ত সদর ও অন্দর।
ঠিক যেমন স্পর্শে ঘুমিয়ে পরে কণ্টকময় সতেজ লজ্জাবতী।
আমি তেমন সুখ নিদ্রায় আমরণ কাটাতে চাই তোমার সুবিশাল বুকে।
----------------++++++++---------------