সাঁঝ আকাশে রোযার শেষে
ভাসলো ঈদের চাঁদ,
ধনী-গরীব  খুশির  ঈদে
মিলায় কাঁধে কাঁধ।

ঈদের  দিনে  কোলাকুলি
ভাঙতো খুশির বাঁধ,
এবার ঈদে জড়িয়ে কেহ
ধরবে না আর কাঁধ।

এবার যেনো আগের মতো
নেইকো খুশি আর,
এক অজানা ভয়ের রোশে
মুখটা সবার ভার।

প্রতিদিনের মতো আজও
সুরুজ ওঠে রোজ,
এখন তো কেউ আগের মতো
নেয় না কারো খোঁজ।

কোথায় গেলো বন্ধু স্বজন
কোথায় গেলো সই?
বাধন  হারা  হাসি-খুশির
দিনগুলি সব কই?

গরীব দুঃখীর পকেট ফাঁকা
নেইতো ঘরে চাল,
কেউ জানে না এই করোনা
থাকবে কতো কাল!

দাও গো প্রভু  সুস্থ্য  বাতাস
দাও গো নতুন ভোর,
নিজ করুনায় দাও গো খুলে
রহমতের দোর।