এখন আমায় কেউ খোঁজে না,
এখন আমায় কেউ বোঝে না,
ধুলোয় গড়া ভুলের পাহাড়
যুক্তি বিহীন, তাও  টলে না,
আজকে আমার মন ভালো না,
সত্যি বলি মন ভালো না.....


বুঝতো যে, সে ভুল বুঝেছে,
ভালোর মাঝে ভুল খুঁজেছে,
হয়তো এটাই  সবচে সহজ,
ভুল ঠেলে কেউ ভাল্ খোঁজে না,
আজকে আমার মন ভালো না,
সত্যি বলি, মন ভালো না.....


জীবনমরু তপ্ত ঊষর
স্বপ্ন হলো বেজায় ধুসর;
আকাশ ভরা জোনাক-তারা, সব নিভেছে।
কলঙ্কময় পাথর সময়
বুকের উপর ঠাঁয় দাঁড়ায়ে, কঠিন বরফ আর গলে না,
আজকে আমার মন ভালো না,
সত্যি বলি, মন ভালো না....