মনের মানুষ,
একলা একা কেমন আছ এখন তুমি?
কেমন আছে তোমার হাতের তালের পাখা?
কেমন আছে লাল মরিচের ফলন্ত গাছ
ফুলের টবে?
ভর দুপুরে এখনো যাও ছাদের উপর?
এখনো খাও আমড়ামাখা অগের মত?
তুমি একটা আস্ত বুড়ি,
মাঝেমাঝে পান-সুপারি
রোজ দুপুরে ঝালের মুড়ি,ভালই চলে।
ফাইভ স্টারের ডিমসিঙ্গারা, আইসস্ক্রীম
এখনো খাও?পেটুক বটে!


মনের মানুষ,
এখন তুমি কেমন আছ,
কেমন আছে তোমার শরীর,
ব্লাড প্রেসার আর ডায়াবেটিস?
ভেতর - বাহির,অফিস - ঘরে,
কেমন কাটে এখন তোমার?
এখনো কি স্নান সেরে নাও সাঁঝের বেলা?
এখন বোধহয় কেউ বকে না,
সাঁঝের বেলায় গোসল কেন প্রতিদিনে?
মাথাটা মুছো আচ্ছা করে,সর্দি হবে।
চুলের আগায় চোয়ানো জল
কেউ ধরে কি আঁজলা করে আমার মত?
পেছন থেকে জাপটে ধরে কানের নরম
কে ছুঁয়ে দেয় ঠোঁটের ডগায়?
কেউ আছে কি আমার মত পাগল পুরুষ?


বেশ করেছ ওষুধ দিয়ে,
ভালোবাসা ভোলার ওষুধ, নিত্য দূরে
যাবার ওষুধ, কাজ হয়েছে বিষের মত।
তাইতো এখন পেছন তাকাই,
দূর থেকে যাই অনেক দূরে,যোজন যোজন।
খাই বা নাখাই, বিষটুকু খাই তোমার
দেয়া অবহেলার।
মনের মানুষ,
ভালোই আছি এখন আমি।
ভালো থাকো,অনেক ভালো, ভালোর সাথে।
----------++++++-----------