সুস্মিতা;
তোমার গতি বদলের টানে বিবর্ণ তামাটে হয়ে
গেছে আমার সবুজ সংসার।
পললায়ীত অত্তুর্বর জীবনে এখন বিদ্যমান
মরুভূমির ধূসর হাহাকার।
অকাল মৃত্যুকে বরণ করেছে এক প্রাণোচ্ছল
প্রেমিকের স্বপ্নময় জীবন।
আমার এক কালের সুখময় গতিশীল জীবনে তুমি
এখন কেবলই স্রোতহীন মরা নদী সুস্মিতা।
অথচ হৃদয়ের মানচিত্রে যার অবস্থান এখনও
দিবালোকের মতোই সুষ্পষ্ট।
সবার অলক্ষ্যে যার নিষ্ঠুর দহন প্রতিনিয়ত
বিদগ্ধ করে আমার অন্তঃঅবয়ব।


যদি পারো পথ ভুলে এসো উত্তাল শ্রাবণের
কোন এক ভয়ংকর কালো রাতে।
প্রমত্তা পদ্মার বিভীষিকাময় ভাঙন  হয়ে
শেষ বারের মতো এসো অন্তত।
ভাসিয়ে নিও আমার বিস্মৃত স্মৃতির ঘুণেধরা
পাণ্ডুলিপি।
বুকের গহীন থেকে মুছে দিয়ে যেও ত্রিশূল
পদচিহ্ন তোমার।
আমার তুমিময় জীবনে তুমি হীনতার দুর্বিষহ
যন্ত্রণা থেকে মুক্তি দিও সুস্মিতা।
আমি মুক্তি চাই,শুধু মুক্তি চাই।
--------++++++--------