সেদিনও আকাশে সূর্য ছিল,
গনগনে আগুনের তেজোদৃপ্ত সূর্য।
আর ভার্সিটি ক্যাম্পাসে ছিল একদল
লোভাতুর তাগড়া জোয়ান।
মাতৃভাষার লোভে অন্ধ ছিল তাঁরা।
সাথে ছিল মুষ্টিবদ্ধ হাত
আর মুখে ছিল গগনবিদারী চিৎকার।
"রাষ্ট্র ভাষা বাংলা চাই,দিতে হবে  দিতে হবে"


তখন ঋতুতে বসন্ত ছিল,
কৃষ্ণচূড়ার ডালে ডালে ছিল উন্মাতাল
যৌবন।
প্রকৃতিতে ছিল বাহারি রঙের মোহনীয় সাজ,
কিন্তু তৎকালীন দুষ্ট শাসক চক্রের
বুকে ছিল বাঙালির মায়ের বুলি কেড়ে
নেওয়ার ঘৃণিত চক্রান্ত।


তখন ছিল রূপসী ফাগুনের আগুন
ঝরা দিন।
ষোড়শী পলাশ আর শিমুলের ডালে ছিল
কোকিলের কুহুতান।
সেই লোভী ছেলেগুলো অনেক সাহসী ছিল।
তাঁরা একটা সংঘবদ্ধ মিছিলে ছিল।
তাঁদের মুখে মুখে "রাষ্ট্রভাষা বাংলা চাই"
স্লোগান ছিল।


আকস্মাৎ এক পশলা বুলেট বৃষ্টিতে
প্রকম্পিত হলো প্রকৃতি,
স্তব্ধ হলো সব কোলাহল।
বাতাসের পুষ্পিত সুরভীতে ভাসলো
বারুদের ঝাঁঝালো গন্ধ।
মুহুর্তেই ঝরে গেল সালাম,রফিক,বরকত
নামের কতক ফুটন্ত পলাশ।
পিচ ঢালা রাজপথ রঞ্জিত হলো তাঁদের
রক্তাভ নির্যাসে।
মৃত্যুঞ্জয়ের রক্ত বন্যায় আদায়
হলো ভাষার অধিকার।


সেদিনও আকাশে সুর্য ছিল,
তেজোদৃপ্ত সোনালি সূর্য.....
-------+++++++--------