আচ্ছা…!
আজকে আমার এমন লাগছে কেন?
মনের কোণে তোর মায়ামুখ
শুধুই ভাসছে যেন।
ভুলেই গেছি বুকের ঘায়ের ক্ষত,
ভাসছে চোখে বাসতি ভাল কত!


মনে আছে তোর?
সেই যে সে বার উথালপাতাল নদে,
একটু হলেই তলিয়ে যেতি খাদে।
নৌকোতে তোর পিছলে গেল পা
স্মরণ হলেই শিউরে ওঠে গা।
ভিজলো দু'চোখ বিপদ করে জয়,
আদর দিয়ে বললি আমায়,
পাশেই রবো,নেই হারাবার ভয়।


ভালোবাসার বায়না দেখে তোর
বন্ধুরা সব বলতো মানিকজোড়।
ছলায় কলায় আদর নেবার ভান,
কথায় কথায় করতি শুধু মান।
সুযোগ পেলেই আমায় ছোঁবার ছল
ছিঁচকাঁদুনে,
চোখের তারায় নামতো মেঘের ঢল।


বলতো দেখি,
এখন কে তোর কান্না ঢেকে রাখে?
ভয়ের মাঝে জড়িয়ে ধরিস কাকে?
অভিমানে কে দেয় এঁকে চুম?
কার বুকেতে পাড়িস সুখের ঘুম?
তার ঠোঁটে খাস চিবিয়ে দেয়া পান?
আদর করে তাকেও বলিস জান্?


তাকেও বলিস..!!
বলতি যেসব আমার গলা ধরে?
এসব কিছু পারলি কেমন করে?
লোকটা বুঝি আমার চেয়েও ভালো?
আঁধার মনে দেয় জ্বালিয়ে আলো!
সেও বুঝি ভীষণ আদর করে?
তার অদরে পরাণ কি তোর ভরে?


হায়রে নারী!!
তোদের কাছে হার মেনে যায় জল।
খরার মাঝেও নামাস প্রেমের ঢল।
পাত্র যেমন ধরিস তেমন রূপ।
তার গহীনে থাকতে পারিস চুপ?
দ্রবণ করে রাখতে পারিস সবে,
স্যালুট তোদের,
বিশ্ব ভরুক তোদের বিজয়রবে।
--------++++++---------