শুরু হলো নতুন বছর
    বের হয়েছে ফল,
কেউ বা এখন মহা খুশি
    কেউ বা মুছু জল।


কোথায় গেল আব্বু আমার
       আম্মু তুমি কই?
এই যে দেখ  নতুন শ্রেণীর
       পেলাম নতুন বই।


সেলাই করে মলাট দিয়ে
      বইতে দিলাম বাঁধ,
এবার  প্রথম  হতেই  হবে
     এটাই আমার সাধ।


মন হারিয়ে যাচ্ছে আমার
    নতুন বইয়ের ঘ্রাণে,
নতুন  নতুন  গল্প  কথায়
     লাগছে দোলা প্রাণে।


নতুন ক্লাসে অনেক পড়া
      দুষ্টুমি বাদ দিয়ে,
থাকতে হবে পড়ার মাঝে
   বইয়ের পোকা হয়ে।


নতুন  শ্রেণী,  বন্ধু  নতুন
      নতুন পরিবেশে
আপন হয়ে থাকবো মোরা
     সবাই ভালোবেসে।
     -----++++-----