অষ্ট প্রহর কষ্ট গুলো
নষ্ট করে শান্ত সময়,
মিষ্টি কিছু সুখের স্মৃতি
হঠাৎ চোখে বৃষ্টি নামায়।


ভোরের দেখা স্বপ্ন গুলো
বিলাপ করে মনের পাড়ায়,
ভরদুপুরে সূর্য ডোবে
আঁধার নামে চোখের তারায়।


মিথ্যে কিছু মায়ার কথা
এই শরাবি মনটা ভোলায়,
প্রেম পেয়ালায় বিষ ঢেলেছ
বুক ভরেছ বারুদ গোলায়।


ভিতর বাহির নিংড়ে আমি
সুখ পেয়েছি তোমায় দেয়ায়,
তুমি আমায় নিঃস্ব করে
সব ভাসালে শেষের খেয়ায়।


যে আমারে লাটিম ভাবে
ইচ্ছে মতো আমায় খেলায়,
বেহায়া মন তাকেই খোঁজে
জীবন নামের বালুকা বেলায়।।
-------+++++++---