বিরহী রাতের নিস্তব্ধতা প্রতিনিয়ত
খুন করে বিষণ্ণ প্রহর।
সুনসান শ্মশানেও পোড়া প্রেমের
অস্তিত্ব খোঁজে প্রমত্ত চণ্ডাল।
অপ্রত্যাশিত মরুঝড়ের ছোবলে
বিধ্বস্ত প্রায় মরুময় ধূসর জীবন।


বিকিকিনি সব শেষে দিনান্তে
নিঃশেষে বিভাজ্য আজ
জীবনের সব আয়োজন।
ঋণের পাল্লাটা বড় বেশি ভারি
হয়ে গেছে সময়ের নিক্তিতে।
অযাচিত বেদনার কর্কশ মিছিলে
বিলুপ্ত প্রায় প্রিয়মুখ, প্রিয়সুখ
আর স্মৃতির বর্ণাঢ্য এ্যালবাম।


হায় নির্জলা মেঘ…!
তোমার গগনবিদারী গর্জনে  
বিমোহিত হয়ে আশায় বুক বেঁধেছিল
যে তৃষ্ণার্ত চাতক; আজন্ম অধীরতায়।
আজ মরুভূমির বুকে পড়ে আছে
তার নিষ্প্রাণ নিথর দেহ।
অথচ নিষ্পলক পাথর চোখে
তোমাকে ছোঁবার অনিঃশেষ
আকাঙ্খাটা এখনো জীবন্ত,
এখনো বিদ্যমান তোমার বরিষণে
শুষ্ক ঠোঁট ভেজাবার প্রাণান্ত প্রত্যাশা।
----------++++++---------