মুখোমুখি দুজনার ঠিক মাঝখানে একটা
বাহারি পুষ্পস্তবক শোভা পেত এক সময়।
কালের নিষ্ঠুরতায় সেই নির্মোহ ভালোবাসার
গতর থেকে চুইয়ে পড়া সন্দেহ আর
অবহেলার নিবিড় সঙ্গমে জন্ম নেয় একটা
স্বচ্ছ কাঁচের নিরেট দেয়াল।
স্পর্শের অধিকার খর্ব হলেও চক্ষু শীতল
হতো সন্দেহ নেই।
সে আমার শত সহস্রাব্দের গবেষণালব্ধ ধন।


দুর্দমনীয় যৌবনের পহেলা বসন্তেই আমার
শিরা-ধমনীতে বহমান রক্ত কণিকায় তার
অস্তিত্ব আবিষ্কার করে "ইউরেকা" বলে
লাফিয়ে উঠেছিলাম আর্কিমিডিসের চেয়ে
শতগুণ উচ্ছাসে।
তাকে বক্ষে ধারণ করছি,
শত হিরোসিমার তেজস্ক্রিয়তা কিম্বা
অগণিত একাত্তরের ঘাতক বুলেটের
বিপরীতে লালন করেছি হৃৎপিণ্ডের বাম
অলিন্দে প্রেমময় নিবিড় শুশ্রূষায়।


বিধাতার অশেষ আশীর্বাদে সেই
কাঁচের দেয়ালটা পূর্ণতা পেয়েছে আজ।
পরিণত হয়েছে চীনের সার্থক প্রাচীরে,
আজন্ম অন্তরাল।
যার ক্ষয়,বিনাশ অথবা জয়ে
আমি নেহায়েত নিরুপায়।
----------++++++++--------