মাঝে মাঝে মনে হয় তোর
      রক্তে মিশে থাকি,
অনুভূতির    অঙ্গগুলো
    বুকের ভাঁজে রাখি।


স্নায়ু থেকে স্নায়ুতে তোর
   প্রেমের ছোঁয়া দিয়ে,
অনুভবের   রুদ্ধ    দুয়ার
   খুলবো সেথায় গিয়ে।


তোর  মগজে ঘর বানাবো
      দুর্গ  যেমন  গড়ে,
ঘাপটি মেরে থাকবো বসে
      সারাজীবন  ধরে।


একজীবনের রসদ নিয়ে
     নভোচারীর   মত,
শিরায়  শিরায়  রক্তরসে  
     ছুটবো   অবিরত।


হৃৎপিণ্ডে   থাকবো   বসে
   বাঁদুর যেমন ঝোলে,
দুলবো  সেথা দক্ষিণবায়ে
   নৌকো যেমন দোলে।


তোর   হৃদয়ের   স্বপ্ন  হবো
      থাকবি যখন ঘুমে,
জোঁকের মতো হুল ফুটাবো
     থাকবো ললাট চুমে।


ইচ্ছে   করে  থাকবো  হয়ে
    তোর খোঁপারই ফুল,
নয়তো  হঠাৎ  বাতাস হয়ে
      উড়িয়ে নেবো চুল।


শীতের চাদর, চুলের ফিতা
    এসব  আছে  যতো,
আষ্টেপৃষ্ঠে   জড়িয়ে   রবো
    অক্টোপাসের  মতো।
    -----++++-----