আজ একটু সময় হবে তোমার?
বহুদিন পরে আজ খুব ইচ্ছে হচ্ছে প্রাণ খুলে দু'টো কথা বলি ঠিক আগের মত করে।
জানি তুমি পারবে না।
প্রত্যাহিক নগর জীবনের সহস্র ব্যস্ততার রুটিনে আমার জন্য দু'দন্ড সময় কি করে জোগাবে তুমি?
তাছাড়া চলমান জীবনের সংযোজিত নতুন প্রিয়দের তালিকায় পেন্সিলের রাবারে মোছা আমার নামের ক্রমিক নাম্বারটাও আজ তোমার রেজিস্টারের বাহিরে,যার ঝাপসা-কালো দাগটাও এতদিনে হয়ত নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে।


সব জানি,তবুও কিছুতেই লাগাম লাগাতে পারিনা আমার মাঝের বেহায়া আমাকে।
সহসাই যদি আমার আহব্বান তোমার মুঠোফোনের রিংটোন হয়ে আত্ম চিৎকারে ফেটে পরে, তখনো বলিনা যে তোমার গ্যাসের চুলায় চাপানো উথলে উঠা দুধের পাতিলটা নামিয়ে রেখে তাতে সারা দাও।
অমন অবিবেচক আমি নই।


তবে সকল কর্মব্যস্ততা শেষে দিনান্তে যখন ঘরে ফের,সেই সাত সকালে ভেজা চুলে করা খোঁপা ইলেক্ট্রিকের পাখায় শুকানোর নিমিত্তে যখন বিছানায় এলিয়ে দাও ঘর্মাক্ত শরীর,সেই খন্ড অবসরে যদি পার সারা দিও।


আমিতো ভুলেই থাকতে চেয়েছিলাম।
কিন্তু গত পূর্ণিমায় শেষরাতে দেখা একটা দুঃসাহসিক স্বপ্ন আমাকে তোমার চিবুক পর্যন্ত স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল, তাই.......
তোমার সমুখে নতজানু হয়ে করজোড়ে ভিক্ষে চাই,দু'দন্ড সময় দিও।
হতেও পারে এটাই আমাদের জীবনের অন্তিম অভিসার।
--------------+++++++++--------------