বিধাতা তোমারে দিয়াছে অঢেল শোন হে বিত্তবান,
আজকে তোমার শান শওকত সবই তো তেনার দান।
ধন-জন-মান যতোকিছু আছে দিয়াছেন কাড়ি কাড়ি,
তোমার নিদ্রার জন্য দিয়াছেন প্রাসাদ সমান বাড়ি।


দিয়াছেন তিনি সীমাহীন সব নয়তো কেবলই মিছে,
চুলচেরা তার হিসাব রাখিতে লেখক রয়েছে পিছে।
সৃষ্টিতে তঁর যতকিছু আছে নয় তো অর্থহীনে,
গণ্ডা-কড়ায়  হিসাব নেবেন শেষ বিচারের দিনে।


বলিবেন "রব" ক্ষুধা পেটে নিয়া গিয়াছি তোমার দ্বারে,
কর্কশ তুমি নাদিয়া খাবার, ধাক্কা দিয়াছো ঘাড়ে।
মনে করে দেখো নাঙ্গা বসনে বস্ত্র চেয়েছি আমি,
দাওনি বস্ত্র নতুন অথবা, ছেঁড়া-ফাটা কমদামি।


হয়ে শঙ্কিত  বলিবে  সবাই শেষ বিচারের দিন,
ওহে মহাদাতা;
আপনি কী করে রহিলেন ভুখা অথবা বস্ত্রহীন?
দুনিয়ার যতো ভুখা-অনাহারী সহায়সম্বলহীন,
সকলে আমার প্রতিনিধি ছিল খোঁজোনি তা কোনদিন!


নিয়ামত পেয়ে শোকর গুজার  করোনি তো ধরাধামে,
ফয়সালা হবে নসিবে তাদের আজাব জাহান্নামে,
চলো দিয়ে দেই পাওনা খোদার গরিবের হাতেহাতে,
আল্লাহ তোমাকে দিতে বহুগুণে, স্বয়ং রহিবে সাথে।
---------+++++++---------