ইচ্ছে করে তোর উঠোনে বৃষ্টি হয়ে ঝরি
তোর মিষ্টি হাসির সুধা পিয়ে শুষ্ক হৃদয় ভরি।


ইচ্ছে করে তোর পরশে দুঃখ রাশি ভুলি,
মায়ার ডোরে আকুল হয়ে শিশুর মত দুলি।


ইচ্ছে করে তোর তিলকে আলতো দেবো চুম,
তোর উদার বুকে মাথা রেখে পাড়বো সুখের ঘুম।


ইচ্ছে করে তোর শহরে আজই বসত গড়ি,
তোর চলার পথে অষ্টপ্রহর শিউলি হয়ে ঝরি।


ইচ্ছে করে তোর সুখেতে বিলিয়ে দেব প্রাণ,
তোর বেণীর ফুলে হৃদয় ভরে শুঁকবো শুধু ঘ্রাণ।


ইচ্ছে করে তোর আকাশে থাকবো হয়ে চাঁদ,
আঁধার রাতে আলোর বানে ভাঙবো দুখের বাঁধ।


ইচ্ছে করে তোর হৃদয়ে বাঁধবো এমন ঘর,
খামখেয়ালি কোন ছুঁতোয় না হোস যেন পর।


ইচ্ছে করে তোর নিকটে সদাই ছুটে আসি,
মান-অভিমান কষ্ট ভুলে তোকেই ভালোবাসি।
------------++++++---------