আচ্ছা বলতে পার,
আর কতটা অশ্রু ঝরালে শেষ হবে  প্রায়শ্চিত্ত আমার..?
শাপমোচন হবে ভেতরের আর কতটুকু রক্তক্ষরণে...?
হৃদয়ে পুঞ্জিভূত কষ্টের পাহাড় গলা জল,চোখের সীমানা বেয়ে পরিণত হয়েছে পূর্ণাঙ্গ ঝর্ণায়।
তুমি তাতে স্নান কর,জলকেলিতে মাত প্রত্যহ প্রত্যুষে।
কোনদিন কি খুঁজে দেখেছ কোথায় সে জলের উৎস মূল..?


আর হৃৎপিণ্ডের ক্ষরিত রক্তে আজও রঞ্জিত রাজপথ।
যার উপরে তোমার তেজোদৃপ্ত পদচিহ্ন স্পষ্ট বিদ্যমান।
তুমি আমার রক্তকে আলতা ভেবে দু'পায়ে দলেছ নির্দ্বিধায়।
তবুও কিছুই বলিনি আমি,এখন সবকিছুই সয়ে গেছে আমার।


শুধু এতটা বছর অবিরত রক্ত ক্ষরণে বিবর্ণ- ফ্যাকাসে হয়ে গেছে পাণ্ডুর অবয়ব।
তবুও হৃদয়ের বন্দরে নোঙর করে ভাসমান রুগ্ন স্মৃতি।
গভীর সমুদ্র থেকে আচমকা কোন পথভোলা জাহাজের পাগলা সাইরেন শুনে আজও শিহরিত হই মাঝে মাঝে।
এখনও আমার স্থবির জীবনে মিটমিটি আলো দেয় তোমার পক্ষাঘাতগ্রস্ত প্রেম।
আজও কোলবালিশের সাথে চোখের জলের ভাগাভাগি চলে,কেটে যায় নির্ঘুম রাত......
-------------------+++++++++-----------------