মোদের ছেড়ে ওপার গিয়ে শেষ করেছ পিতা,
তোমার গড়া সোনার দেশে জ্বলছে এখন চিতা।
এখন ওরা সুলভ মূল্যে চেতনা বেঁচে খায়,
ইচ্ছে স্বাধীন ঘুরায় ছড়ি,কার কি আসে যায়?
ওদের দেখে অলিগলির পাগলা কুকুর কাঁপে,
প্রতিবাদী ল্যাংটা বিড়াল?তাও রেখেছে চাপে।
ইচ্ছে হলেই মেটায় তারা নোংরা মনের স্বাদ,
ওদের থেকে জোয়ান-বুড়ি কেউ পড়ে না বাদ।
স্বামী-সন্তান সব'কে বেঁধে সামনে করে ভোগ,
মরলে মরুক,কি আসে যায়,সবাই নেতার লোক।
তোমার কিছু সন্তানেরা বাড়লো এমন বাড়,
পাকিস্তানের কুত্তাগুলোও ঠিক মেনেছে হার।
ধর্ষণ গুম খুন - খারাপি, বলবো কি আর হায়,
তোমার গায়ের খান্দানী কোর্ট দেখছি ওদের গায়।
দেশপ্রেমিকের খোলস গায়ে সাজছে জ্ঞানী-গুণী,
ওরাই হল শত্রু দেশের, ওরাই তোমার খুনি।
এমন যদি দেখতে পিতা সইতে নাগো তুমি,
আমজনতার রক্তে ভাসে সোনার স্বদেশ ভূমি।
লক্ষ বীরের রক্ত দিয়ে স্বাধীন হলো পাওয়া,
সত্যি বলো উপর থেকে, এই কি ছিল চাওয়া?
-------------++++++-------------