শিশুতোষ ছড়া-৭


প্রজাপতি  ও  প্রজাপতি
    ডানায় কতো রঙ,
ফুলে ফুলে বেড়াও উড়ে
    দেখাও কতো ঢং।


প্রজাপতি ভাই প্রজাপতি
  কোথায় তোমার বাড়ি,
কথা  যদি না  বলো ফের
   তোমার সাথে আড়ি।


আমি  থাকি  চুপটি করে
   ধরবো তোমায় বলে,
চুপি চুপি যেই কাছে যাই
    অমনি যাচ্ছ উড়ে।


এবার আমি গড়বো বাগান
    আর ক'টা দিন রাখো,
দেখবো  এবার  প্রজাপতি
    কেমনে দূরে থাকো?
    -------------