ঘন কুয়াশার সফেদ চাঁদোয়া জড়ায়ে
রেখেছে পৌষালি রাত।
সন্ধ্যাতারা জাগার আগেই সন্ধ্যা
নেমেছে আজ।
নিশ্চিদ্র নিরাপত্তার শীতল বেষ্টনী
অবরুদ্ধ করেছে নিথর প্রকৃতি।
কান পাতলেই শোনা যায় ম্রিয়মান চাঁদের
অসহায় কান্না।
উত্তরীয় হিমেল হাওয়া গোগ্রাসে গিলে
শীতার্ত শেয়ালের আর্তচিৎকার।
বস্ত্রহীন পথশিশু উষ্ণতা খোঁজে
রাত্রির জঠরে।
রক্ত শূন্যতায় কাঁপে সামর্থ্য পথিকের
নিশ্চল পা।
কষ্টের পেয়ালায় অবিরত বিষ ঢালে
ক্ষয়ে যাওয়া স্মৃতির মুমূর্ষু মিছিল।
ঘুম পলাতক তৃষিত চোখ সদা জাগ্রত আমার।
ফেরারী স্বপ্নেরা অধরাই রয়ে গেল সহস্র বছর।
বুকের ভেতরে কেবল ভাত ফোটার
টগবগ শব্দ পাই।
তোমার চুলে বেল ফুলের গন্ধ পাই উছলে
পড়া মাড়ে।
বিশ্বাস কর,
আমি আজও বেঁচে আছি প্রথম ছোঁয়ার
অতটুকু উত্তাপে।
--------+++++++-------