প্রসঙ্গ রোহিঙ্গা
                      -ইয়ামিন বসুনিয়া


রোহিঙ্গা বার্মার,ওরা মোর কিছু নয়
মরে যদি ওরা সব,তাতে কিবা আসে যায়?
মরে লাখো মুসলিম,দেখে গোটা বিশ্ব,
সন্ত্রাসী নয় ওরা,ওরা শুধু নিঃস্ব।
কি ওদের অপরাধ?ওরা শুধু মুসলিম,
তাই বুঝি বৌদ্ধরা প্রাণ কারে রাতদিন!


ছুড়ি দিয়ে মাড়ে ঘাঁ,লাশ রাখে ঝুলিয়ে,
মুসলিম বলে শুধু বাড়ি দেয় জ্বালিয়ে।
অসহায় মা-বোনের লুটে নেয় ইজ্জত,
যতো দেখি হাহাকার ততো হই তাজ্জব।


বড় বড় বুলি মুখে মানবতা-অধিকার, কোথা গেল গোদা সব,নেই কেন সারা কার?
কোথা গেল নেতা সব মুসলিম বিশ্বের?
নেই কেন প্রতিবাদ,পাশে নেই নিঃস্বের?
মরে শেষ সহোদর, কবে হবে সোচ্চার?
ভেবো নাকো বেশিদূরে আল্লাহ্‌র কারাগার।


কি আছে হাদিসে,আছে কিবা কোরানে?
বাইবেলে কি আছে,আছে বেদ,পূরানে।
মানে নাকো ওরা কিছু,বেঈমান বৌদ্ধ
মনে হয় টেনে তুলি পাঁকা গোড়া সুদ্ধ।
রসুলের সেনা আস,হয়ে বলে বলীয়ান,
সাহায্য কর ওহে পরওয়ার মহীয়ান।
------------++++++-------------